![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F05%2Fchuadanga-4f129b8ec46dcd1b2f36db535dcc6f23.jpg%3Fjadewits_media_id%3D850216)
দর্শনা সীমান্তে ২২টি স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ এপ্রিল) সকালে দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
সাঈদ খান দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণসহ আটক