স্বাদে ভিন্নতা আনতে ইফতারের টেবিলে রাখতে পারেন রেশমি কাবাব, বাজলামা বা টার্কি রুটি, ফ্রুট সালাদ, চকলেট চিজ কেক ও আনারসের জুস। রেসিপি দিয়েছেন আলিফ রিফাত।
রেশমি কাবাব
উপকরণ: মুরগির বুকের মাংস ৪০০ গ্রাম, কাজু বাদাম পেস্ট ১/২ কাপ, আদা রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ৪/৫টি, ধনে পাতা ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।