৯ ঘণ্টা পর চালু ৯৯৯ সেবা

সমকাল প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ২০:৩২

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা বন্ধ রাখা হয়। প্রায় ৯ ঘণ্টা পর পুনরায় এ সেবা চালু হয়েছে।


আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০মিনিট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা চালু হয়। পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানা যায়।


এদিন সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এ সেবা বন্ধ রয়েছে। 


প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও