ইফতারে রাখুন স্বাস্থ্যকর চিকপি সালাদ
ইফতারে ছোলা না হলে অনেকেরই চলে না। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু ইফতারে ছোলা ভুনার পরিবর্তে রাখতে পারেন সুস্বাদু চিকপি সালাদ।
এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই পুষ্টিকর খাবার খেলে মুহূর্তেই মিলবে অ্যানার্জি। এমনকি রোজার ক্লান্তিও দূর হবে। চলুন জেনে নেওয়া যাক চিকপি সালাদ তৈরির রেসিপি-
উপকরণ
১. ছোলা বুট/চটপটির বুট/চিকপি
২. শসা কুচি
৩. গাজর কুচি
৪. ক্যাপসিকাম কুচি
৫. টমেটো কুচি
৬. পেঁয়াজ কুচি
৭. ধনেপাতা কুচি
৮. চিলি ফ্ল্যাক্স
৯. সরিষার তেল
১০. তেঁতুলের ক্বাথ/মাড়
১১. লবণ
১২. ভাজা জিরার গুঁড়
১৩. সেদ্ধ ডিম (ছোট কিউব করে কাটা)
১৪. সেদ্ধ মটরশুঁটি ও
১৫. গোল মরিচের গুঁড়ো।
সবই পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি
ছোলা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার ছোলার সঙ্গে বাকি সব উপকরণ চামচ দিয়ে মিশিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা বুটের সালাদ/চিকপি সালাদ।
এই সালাদ ছোলা বুট অথবা চটপটির বুট অথবা বড় ছোলা যেটাকে চিকপি বলে এর যে কোনোটি দিয়েই তৈরি করতে করা যায়।
- ট্যাগ:
- লাইফ
- সালাদ রেসিপি
- ইফতার রেসিপি