কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া যাচ্ছেন আইএইএ প্রধান

বাংলা নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১২:২০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত মস্কোর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য বুধবার (৫ এপ্রিল) রাশিয়ার কালিনিনগ্রাদ এলাকায় যাবেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।


সোমবার (৪ মার্চ) আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।


গত সপ্তাহে ইউক্রেন সফরকালে গ্রোসি বলেছিলেন, তিনি এ কেন্দ্রের নিরাপত্তামূলক একটি আপোস পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং এর চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন।


আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মুখপাত্র সোমবার এএফপি’কে বলেছেন, ‘সামরিক সংঘাতের সময় ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তার চলমান পরামর্শের অংশ হিসেবে গ্রোসি বুধবার কালিনিনগ্রাদ পরিদর্শন করবেন। ’


ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। গত বছর রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করার পর থেকেই সেখানে একের পর এক গোলাবর্ষণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও