ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী সানা মারিনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাটদের টপকে জয় পেয়েছে ডানপন্থি দলগুলো।
রোববার সব ভোট গণনার পর দেখা যায়, মধ্যডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) ২০ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছে। তাদের পরেই ২০ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডানপন্থি জনপ্রিয়তাবাদী দল ফিনস পার্টি। প্রধানমন্ত্রী মারিনের মধ্যবামপন্থি দল ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে।