ফিনল্যান্ডের নির্বাচনে ক্ষমতাসীনদের হারিয়ে ডানপন্থিদের জয়
ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী সানা মারিনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাটদের টপকে জয় পেয়েছে ডানপন্থি দলগুলো।
রোববার সব ভোট গণনার পর দেখা যায়, মধ্যডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) ২০ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছে। তাদের পরেই ২০ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডানপন্থি জনপ্রিয়তাবাদী দল ফিনস পার্টি। প্রধানমন্ত্রী মারিনের মধ্যবামপন্থি দল ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে।