![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/news_images/2023/04/03/1680445257_new-project-2023-04-02t191928-807.jpg)
খুসখুসে কাশি, সঙ্গে ক্লান্তি? হতে পারে ক্যানসারের ইঙ্গিত
অল্পবয়সী কিংবা মধ্যবয়সীদের মধ্যে সিগারেট, পানমশলা, খৈনি খাওয়ার অভ্যাসের কারণেই বেড়ে চলেছে গলার ক্যানসারের আক্রান্ত হওয়ার প্রবণতা। বহু ক্ষেত্রে মানুষ অনেক পরে জানতে পারেন এই ক্যানসারের কথা। তখন আর সময় থাকে না রোগীকে সুস্থ করে তোলার। কিছু কিছু উপসর্গ দেখলে গলার ক্যানসারের বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া যায়।
আপনিও কি ধূমপান করেন? কোন কোন উপসর্গ দেখলে গলার ক্যানসারের বিষয়ে সতর্ক হবেন?
১. গলায় ও মুখে অনবরত ব্যথা করলে এবং সেই ব্যথা দীর্ঘস্থায়ী হলে তা ক্যানসারের উপসর্গ হতে পারে। এ ছাড়া মুখের ভোতরে সাদা দাগ দেখা দিলে এবং খাবার গিলতে সমস্যা হলে, সতর্ক হতে হবে। এ লক্ষণগুলো এড়িয়ে যাবেন না। দীর্ঘ দিন কাশি না সারলেও সাবধান!
২. নানা কারণে শ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে। তবে উপরের সমস্যাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যানসারের লক্ষণ।