নিজ থেকেই আলো বাড়িয়ে-কমিয়ে ছবি তুলতে পারে এই ফোন

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১৬:০৩

কম বা বেশি আলোতে ভালো মানের ছবি তোলা যায় না। আর তাই ব্যবহারকারীদের ভালো মানের ছবি তোলার সুযোগ দিতে বাংলাদেশে ভি সিরিজের নতুন ফোন এনেছে ভিভো। স্বয়ংক্রিয়ভাবে আলো নিয়ন্ত্রণ করতে সক্ষম ভি২৭ই মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। এর দাম ধরা হয়েছে ৩২ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।


৬.৬২ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৬৪, ২ ও ২ এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। শুধু তা–ই নয়, হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন সুবিধাও রয়েছে। ফলে চলন্ত অবস্থায় ভালো মানের ছবি তোলা যায়।


ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম চলা এ ফোনে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় মাত্র ১৯ মিনিটেই ৫০ শতাংশ চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও