একমাত্র ছেলে সোহেল রানাকে (৩৫) হত্যা করা হয়েছে। তাও প্রবাসে। ছয় মাস আগেই এ খবর পান মা আমিনা বেগম।
সেই থেকে ছেলের কথা মনে হলেই কখনও হাউমাউ করে, আবার কখনও নীরবে চোখ ভেজান তিনি।
একমাত্র ছেলে সোহেল রানাকে (৩৫) হত্যা করা হয়েছে। তাও প্রবাসে। ছয় মাস আগেই এ খবর পান মা আমিনা বেগম।
সেই থেকে ছেলের কথা মনে হলেই কখনও হাউমাউ করে, আবার কখনও নীরবে চোখ ভেজান তিনি।