কওমিতে পড়ালে সমস্যা নেই, এনসিটিবির পাঠ্যবইয়ে থাকলেই বিতর্ক
নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ে বয়ঃসন্ধিকাল পড়ানো নিয়ে দেশের কিছু ইসলামিক দল, ধর্মীয় সংগঠনের পক্ষে বিতর্ক তোলা হলেও কওমি মাদ্রাসাগুলোয় যৌনশিক্ষা পড়ানো হয় খোলামেলাভাবেই। কওমি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ানো হয় মা-লা-বুদ্দা মিনহু কিতাব।
সহবাস করার নিয়মকানুন থেকে শুরু করে যৌনশিক্ষার পাঠ রয়েছে কওমি সিলেবাসভুক্ত এই কিতাবে।শিক্ষা মন্ত্রণালয় জানায়, পাঠ্যবইয়ে বয়ঃসন্ধিকাল পড়ানো নিয়ে বিতর্ক উসকে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করা হয়েছে। অন্যদিকে একটি চিহ্নিত জাতীয় দৈনিকে ‘৬ষ্ঠ শ্রেণির বইয়ে যৌনতার সুড়সুড়ি’ শিরোনামে প্রতিবেদনও প্রকাশ করে বলা হয়েছে—এটি ইসলাম ও ঈমানের বরখেলাপ।এসব বিতর্কের পর গত ২৭ মার্চ আশুলিয়ার ব্রাক সিডিএম সেন্টারে অনুষ্ঠিত একটি কর্মশালায় এর প্রতিবাদ জানানো হয়েছে। কর্মশালায় বলা হয়েছে, ‘ধর্মীয় বইয়ে বা ধর্মগ্রন্থে যৌনশিক্ষা ও বয়ঃসন্ধিকাল নিয়ে আলোচনা থাকলে পাঠ্যবই নিয়ে বিতর্ক কেন?