যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সংকটে যেভাবে উপকৃত হচ্ছে চীন

বণিক বার্তা স্টিফেন এস রোচ প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১২:১৮

দুটি সংকট কখনই এক নয়। সম্প্রতি যেসব অর্থনৈতিক অস্থিরতা দেখা গেছে, যেমন ১৯৯০-এর শেষ দিকে এশিয়ায় অর্থনৈতিক সংকট, ২০০০ সালের ডটকম সংকট এবং ২০০৮-০৯ সময়ের বৈশ্বিক অর্থনৈতিক সংকট, সেক্ষেত্রে এটা সত্য। ভূ-কৌশলগত ধাক্কা যেমন যুদ্ধ, মড়ক, দুর্ভিক্ষ এবং মহামারীর কারণে তৈরি হওয়া সংকটের ক্ষেত্রেও এমনই ঘটে।


এখনো আমরা এসব অস্থিরতার দুটি ক্ষেত্রে সম্ভাব্য মারাত্মক ইন্টারপ্লে (যেখানে দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে) দেখতে পাচ্ছি। তার একটি হচ্ছে অর্থনৈতিক সংকট, যেটা সিলিকন ভ্যালি ব্যাংকের ব্যর্থতায় বেশি প্রতিফলিত হয়েছে এবং অন্যটি ভূ-কৌশলগত সংকট, যেটা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আরো গভীর স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। যদিও সব সংকটের উৎস ভিন্ন, তবে এক অর্থে সেসব ঠিক বিষয় হয়ে ওঠে না। কেননা এ দুইয়ের মিথস্ক্রিয়ার ফলাফল এ অংশগুলোর সমষ্টি থেকে বেশি হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও