ফোর-জি’র ব্যবহার বাড়াতে ফিচার ফোনে ফোর-জি?
দেশে থ্রি-জি নেটওয়ার্ক থাকছে না। এরইমধ্যে থ্রি-জি ফোনের আমদানি ও উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারের মনোযোগ এখন ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণে। কিন্তু দেশে সেই অর্থে ফোর-জির ব্যাপক ব্যবহারকারী নেই। যদিও ধীরে ধীরে ফোর-জি ব্যবহারকারী বাড়ছে। দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৭২ শতাংশ ফিচার বা বার ফোন ব্যবহার করেন।
অবশিষ্ট ২৮ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। এরমধ্যে রয়েছে থ্রি-জি, ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থিত মোবাইল সেট। ফলে ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা কম। সরকার তথা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বিভিন্নভাবে ফোর-জি ব্যবহারকারীর হার বাড়ানোর চেষ্টা করেও সুফল পায়নি। তবে চেষ্টা বা উপায় খোঁজার কৌশল কখনও বন্ধ থাকেনি।সম্প্রতি টেলিকম খাতে জোর আলোচনা শোনা যাচ্ছে— টু-জি মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দিলে এই হার বাড়তে পারে। ক্রেতাকে ফিচার ফোন কিনতে গড়ে খরচ করতে হয় এক হাজার টাকা।