বিএনপির আমলে কোন খাতে কত বেশি দুর্নীতি হয়েছে, সেসবের ফিরিস্তি দিতে বর্তমান সরকারের মন্ত্রীরা খুবই উদ্গ্রীব থাকেন। বিএনপি সরকার কতটা জনস্বার্থবিরোধী আর তারা কতটা জনস্বার্থ রক্ষায় সদা সচেষ্ট, সেটা প্রমাণ করাই এর উদ্দেশ্য। ২৫ মার্চ প্রথম আলোয় ২১টি ট্রমা সেন্টার সম্পর্কে যে খবর বের হয়েছে, তাতে পূর্বসূরিদের কর্মকাণ্ডের সঙ্গে উত্তরসূরিদের ফারাক করা কঠিন।
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশে ২১টি ট্রমা সেন্টার (আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্র) নির্মাণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর ১০টি ২০০৪-০৫ অর্থবছরে ও ১১টি ২০১০ সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এখন ১৬টিতেই কোনো কার্যক্রম নেই। দুটির নির্মাণকাজ চলছে। দুটিতে শুধু বহির্বিভাগ চালু আছে। একটি সংশ্লিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগ হিসেবে চালু রয়েছে।