ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো নসিমন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি নসিমন। এসময় নসিমনটি প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে আসে ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নসিমনচালকসহ দুই যাত্রী। এ দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি।
এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার (২৯ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত ৮টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ট্রেনের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রেনের ধাক্কা
- নসিমন