কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্যয় বেড়ে যাওয়ায় ধার করে চলছে প্রায় ৭৪ শতাংশ নিম্ন আয়ের পরিবার

বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে জিনিসপত্র ও ডলারের দাম বৃদ্ধি এবং বাজারে অব্যবস্থাপনার কারণে নিম্ন আয়ের পরিবারে ব্যয় বেড়েছে গড়ে ১৩ শতাংশ। তবে এ সময় তাদের কোনো আয় বাড়েনি। ফলে বাড়তি এ ব্যয় সামাল দিতে গত ছয় মাসে নিম্ন আয়ের ৭৩ দশমিক ৮ শতাংশ মানুষ অর্থ ধার করে চলেছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। জরিপটি গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত- এ ছয় মাসের। দেশের ৮ বিভাগের ১ হাজার ৬০০ পরিবারের ওপর করা এই জরিপের ফলাফল তুলে ধরে সানেম। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আছেন ৪০ শতাংশ এবং ৬০ মানুষ এ আওতার বাইরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন