তালিকা হচ্ছে ঈদে বেতন দিতে না পারা পোশাক ও শিল্প কারখানার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১০:০০

ঈদুল ফিতরে যেসব তৈরি পোশাক ও শিল্প কারখানা বেতন-বোনাস পরিশোধ করতে পারবে না, সেসব প্রতিষ্ঠানের তালিকা করতে যাচ্ছে শিল্প পুলিশ। এ ছাড়া বেতন-বোনাসকে কেন্দ্র করে শ্রমিকরা যাতে কোনও ধরনের উসকানিমূলক ফাঁদে পা না দেয়, সে ব্যাপারেও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পোশাক খাতের দায়িত্বে থাকা পুলিশের এই ইউনিট।


ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠনগুলো পোশাক ও শিল্প কারখানাগুলোর ওপর নজরদারি জোরদার করেছে। যেসব পোশাক ও শিল্প কারখানার বিষয়ে নেতিবাচক তথ্য আসছে, সেগুলোর বিষয়ে ব্যবসায়ী সংগঠনের কাছে উপস্থাপন করা হবে। পরে পর্যালোচনা করে সমস্যা সমাধানে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও