কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূমিকম্প: বাংলাদেশের জন্য অশনিসংকেত

প্রথম আলো মো. নাইমুর রহমান প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৫:০৩








গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে।  রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। বিধ্বংসী এ ভূমিকম্পের ১২ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই একই অঞ্চলে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছিল। নিহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। অনেকে এখনো নিখোঁজ। এ ছাড়া ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন লাখ লাখ মানুষ। আর প্রলয়ংকারী এই প্রাকৃতিক দুর্যোগের বিভীষিকাময় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীর মনে। ভূমিকম্পপ্রবণ দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন।


সাধারণত ভূ-অভ্যন্তরে যখন একটি শিলা অপর একটি শিলার উপর উঠে আসে তখন ভূমি কম্পিত হয়, যেটি ভূমিকম্প নামে পরিচিত। সারা বিশ্বে বছরে গড়ে প্রায় ছয় হাজারের অধিক ভূমিকম্প সংঘটিত হয়। এগুলোর বেশির ভাগই মৃদু ধরনের , যেকারণে তা খুব বেশি টের পাওয়া যায় না।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও