ইফতারি তৈরিতে পাশে থাক জুসার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১১:৩০
ফাগুন শেষে গুটিসুটি পায়ে এগিয়ে আসছে গরম দিন। ঘাম গরমের এই সময়ে চলছে রোজাও। গরমে ঘেমেনেয়ে এবং সারা দিন রোজা রেখে যখন ক্লান্ত-শ্রান্ত ইফতারে তখন এক গ্লাস ঠান্ডা শরবত বা লাচ্ছি হলে যেন জুড়িয়ে যায় প্রাণ। এই সময় শরবত বা লাচ্ছি প্রাণ ঠান্ডা করার পাশাপাশি পুষ্টিকর এক গ্লাস জুস শরীর থেকে বের হয়ে যাওয়া লবণ ও অন্যান্য উপাদানের ঘাটতি পূরণ করে আবার সতেজ করে তুলবে এবং শক্তি জোগাবে।
কম সময়ে এবং সহজ পদ্ধতিতে হরেক রকমের ও স্বাদের জুস তৈরির জন্য ভালো মানের একটি জুসারের বিকল্প নেই। ভালো ব্র্যান্ডগুলোর মধ্যে জয়পান, মিয়াকো, ওয়ালটন, ফিলিপস, প্যানাসনিক উল্লেখযোগ্য। এ ছাড়া ব্র্যান্ডভেদে রয়েছে নানান রকম ব্যবহারিক সুবিধাও।
- ট্যাগ:
- লাইফ
- জুস
- গাজরের জুস
- জুস রেসিপি
- কমলার জুস