কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আক্রমণাত্মক’ আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টি সহজ ছিল না: দিদিয়ের দেশম

চ্যানেল আই প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১০:২৮

ইউরো বাছাইপর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছিল ফ্রান্স। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ফরাসিদের। কষ্টার্জিত জয়ের পর কোচ দিদিয়ের দেশমও স্বীকার করলেন আইরিশদের ‘আক্রমণাত্মক’ খেলার কথা। ডাবলিনের অভিভা স্টেডিয়ামে সোমবার রাতে আইরিশদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড।


জালের দেখা পাননি কাতার বিশ্বকাপ থেকে দুর্দান্ত ছন্দে থাকা তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৮তম দল আয়ারল্যান্ড। অন্যদিকে কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স তৃতীয় অবস্থানে রয়েছে। আইরিশদের পোস্টে শট রাখতে না পারাটা এমবাপেদের জন্য কিছুটা হতাশার। দিদিয়ের দেশমের দল যে প্রতিপক্ষের শৃঙ্খলাবদ্ধ খেলার সঙ্গে পেরে উঠেনি, তা মাঠেই ফুটে উঠেছে। এমন বাস্তবতায় ৫৪ বর্ষী দেশম বলেন, ‘আক্রমণাত্মক একটি দলের বিপক্ষে এমন জয় কখনোই সহজ না। আমরা তাদের থেকে এগিয়ে থাকলেও ঘরের মাঠে তারা দুর্দান্ত। আমরাও প্রস্তুত ছিলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও