স্বাধীনতার মর্ম কতটুকু উপলব্ধি করতে পেরেছি?
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত / ঘোষণার ধ্বনিপ্রতিধ্বনি তুলে, / নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক / এই বাংলায়/ তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা (শামসুর রাহমান)। সত্যিই বাংলায় এসেছে সেই মহার্ঘ্য স্বাধীনতা। বাঙালির জীবনে এসেছিল সেই গৌরবদীপ্ত দিন।
নিঃসন্দেহে “স্বাধীনতা” বাঙালি জাতির জীবনে অর্জিত সব চেয়ে মূল্যবান সম্পদ। আর এই অগ্নিঝরা মার্চ মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। এই মার্চ মাসেই হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। বাংলার আন্দোলন-সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধূর স্মৃতিবিজড়িত ১৯৭১-এর মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন।