You have reached your daily news limit

Please log in to continue


টর্নোডোতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে

এক রাতেই সব ওলটপালট। শুক্রবার রাতের ঝড় টর্নোডোতে রুপ নিয়ে আঘাত হানে মূলত মিসিসিপির উপর। যাতে কিছু শহর একরকম ধূলিস্মাৎ হয়ে গিয়েছে।

আক্রান্ত এলাকায় বেশিরভাগ বাড়িঘরের চিহ্ন মাত্র কিছু নেই। উপড়ে পেছে বিদ্যুতের খুঁটি, গাড়ি উড়ে যে কোথায় গিয়েছে সেটা খুজে পাওয়া ভার।

এরইমধ্যে মিসিসিপিতে জরুরী অবস্থা জারী হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিসিসিপির অবস্থাকে হৃদয়বিদারক বলে বিবৃতি দিয়েছেন।

এখনো নিশ্চিত নয় যে একটি নাকি একাধিক টর্নোডো আঘাত হেনেছিল। তবে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ একাধিক টর্নোডো আসতে পারে বলেই আগেই পূর্বাভাস দিয়েছিল।

কিন্তু এটি যখন মধ্যরাতে আঘাত করে তখন বেশীরভাগ মানুষ ঘুমিয়ে ছিল, আর কোন সংকেতও তারা শুনতে পায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন