মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়বে
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১০:০১
ভারত, চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিসরসহ অনেক দেশেরই অন্যতম রেমিট্যান্স উৎস মধ্যপ্রাচ্য। ওয়েস্টার্ন ইউনিয়নের সমীক্ষা অনুসারে, মধ্যপ্রাচ্যে কর্মরত অভিবাসী শ্রমিকের চারজনের মধ্যে তিনজনই মনে করছেন আগামী ১২ মাসে পরিবার-পরিজনের কাছে আরো বেশি রেমিট্যান্স পাঠাতে হবে তাদের। চলমান মূল্যস্ফীতি পরিস্থিতির জের ধরে পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে আগের তুলনায় বেশি অর্থ প্রেরণের বিষয়টি বিবেচনায় নিচ্ছে তারা। খবর দ্য ন্যাশনাল।
ওয়েস্টার্ন ইউনিয়নের তথ্যানুসারে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৬৬ শতাংশ গ্রাহকই মাসে এক বা একাধিকবার অর্থ প্রেরণ অথবা গ্রহণ করেন। পেপ্যালের পর ওয়েস্টার্ন ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থ লেনদেনকারী সংস্থা।