একুশে পদকে ভূষিত অভিমানী নভেরা দেশে ফেরেননি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৮:৩১
কাজী এনায়েত উল্লাহ ২০১৫ সালের ৬ মে ছিল নভেরা আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের গুণী এ ভাস্কর্যশিল্লী অভিমান করে দেশ ছেড়ে ফ্রান্সে দীর্ঘদিন বাস করলেও আমরা অনেকেই ব্যাপারটা জানতাম না। তার মৃত্যুর পরও খবরটা গুটিকয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বাংলাদেশে ইতিহাসের সঙ্গে তার সম্পৃক্ততা কতটুকু তার মূল্যায়ন করা অনেকের পক্ষেই সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে নকশা তৈরির সেই ঐতিহাসিক দায়িত্ব পালনের কথা উঠলে অনেকেরই আশ্চর্য হওয়ার কথাই। হাঁ, তিনিই সেই শিল্পী যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ওই স্মৃতিশোধের স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়ন করেছিলেন। তার জন্ম ১৯৩৯ সালের ২৯ মার্চ এবং মৃত্যু ৬ মে ২০১৫।