গার্দিওলা-আনচেলত্তির কাতারে নিজেকে মানতে নারাজ স্কালোনি

চ্যানেল আই প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১৬:২০

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর কারিগর লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তেদের এক সুতোয় গেঁথে বিশ্বকাপ জয়ের পর হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ। বিজয়ী হয়েও ৪৪ বর্ষী আর্জেন্টাইন বলছেন, গার্দিওলা-আলচেলত্তি তার চেয়ে ভালো।


‘যখন বিশ্বকাপ জিতবেন, সবকিছুই চমৎকার মনে হবে। কিন্তু নিজেকে আনচেলত্তি, গার্দিওলার সঙ্গে একই কাতারে রাখতে পারব না। ওই পুরস্কারের জন্য আমি গর্বিত। কিন্তু তারা আমার কাছে অনেক বড় ব্যাপার।’ স্বদেশি গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের সঙ্গে আলাপে বর্ষসেরা কোচ হওয়া প্রসঙ্গে বলেছেন স্কালোনি।


৪৮ দল নিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে স্কালোনির মনোভাব, ‘নীতিগতভাবে সাউথ আমেরিকার জন্য জায়গা আছে। আমাদের একটি ম্যাচ বেশি খেলতে হবে। যদিও কিছু পরিবর্তন করতে চান, ফুটবল খেলা কিন্তু একই থাকবে। আমাদের বাছাই প্রক্রিয়া একটি জটিল জায়গা, কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি।’


ফিফার বর্ষসেরা কোচ হওয়ার পর সম্প্রতি লাতিন আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছেন স্কালোনি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ অ্যাবেল ফেরেইরাকে হারিয়ে সেরা হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও