চ্যাম্পিয়ন্স লিগের জন্য খেলোয়াড় পাচ্ছে না ইতালি-ইংল্যান্ড
চ্যানেল আই
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৮:৪৭
মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নির্ধারণের শেষ আটের ম্যাচগুলোতে লড়বে ইতালির তিনটি ও ইংল্যান্ডের দুটি ক্লাব। এজন্য ইউরো-২০২৪ বাছাইপর্ব খেলার জন্য খেলোয়াড় সংকটে পড়েছে দেশ দুটি। ইতালি দল ঘোষণা করে ইংল্যান্ডের চেয়ে ‘বাজে’ অবস্থায় আছে, বলছেন কোচ রবের্তো মানচিনি।
‘সাউথগেটের চেয়েও আমাদের বাজে অবস্থা। জানি না কেন স্ট্রাইকার কম আছে, যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক কম। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের তিনটি টিম কোয়ার্টার ফাইনালে খেলবে, যার মধ্যে ইতালিয়ান আট-নয় জন। এটাই বাস্তবতা।’
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ
- শিরোপা