চীনকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দুই জোট
চীনের সামরিক শক্তি নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনীতির নতুন বিন্যাস হচ্ছে। এটিকে অনেকে নতুন ঠান্ডা যুদ্ধ বলে অভিহিত করছেন।
এ মুহূর্তে দুটি ভিন্ন ত্রিপক্ষীয় জোটের জন্ম হতে দেখা যাচ্ছে। দুটি জোটই অদূর ভবিষ্যতে চীন যদি তাইওয়ানে আগ্রাসন শুরু করে তাহলে বেইজিংকে কীভাবে সম্মিলিতভাবে বাধা দেওয়া যায়, যুক্তরাষ্ট্রের সেই কৌশলের অংশ হিসেবে জন্ম হয়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের অকাস (এইউকেইউএস) জোটের কার্যক্রম অবধারিতভাবে এগিয়ে নিয়ে চলেছে। সম্প্রতি জোটটি যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগামী পাঁচ বছরের জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে পারমাণবিক সাবমেরিনগুলো নোঙর করার আশা করছে। এ ছাড়া অস্ট্রেলিয়া নিজেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে।