দুই পুলিশ কর্মকর্তা খালাস, একজনের ১৮ মাসের জেল

বাংলা ট্রিবিউন ইন্দোনেশিয়া প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১৪:৪০

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্ব অবহেলার দায়ে কারাগারে পাঠানো হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। ইন্দোনেশিয়ার শহর সুরাবায়ার জেলা আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।


এতে বলা হয়, মালাং রিজেন্সি পুলিশের প্রতিরোধ ইউনিটের প্রধান বামবাং সিদিক আচমাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি। পরে একই কারণ দেখিয়ে মালং রিজেন্সি পুলিশের অপারেশন প্রধান ওয়াহিউ এস ওয়াহিউকেও খালাস দেওয়া হয়েছে।ব্রিমোব নামে পরিচিত আধাসামরিক পুলিশ স্কোয়াডের একটি ইউনিটের নেতৃত্বে থাকা হাসদারমাওয়ানকে কেবল ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও