You have reached your daily news limit

Please log in to continue


কোভিডে ৩০ দিন মৃত্যুহীন বাংলাদেশ

টানা ৩০ দিন দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি; গত এক দিনে আরও ৯ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৬টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৯ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৫ শতাংশ, যা আগের দিনও একই ছিল।

সবশেষ ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ৩০ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৪৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৯৬ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৭ জন ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া গাজীপুর ও পাবনা জেলায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন