নতুন চুল গজাবে যে ৫ তেলে

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:২৩

চুল পড়ার সমস্যায় কম বেশি ভুগেছেন সবাই। কখনও কখনও চুল পড়ার সমস্যা এতটাই বেড়ে যায় যে, দুশ্চিন্তা হতে থাকে। কারণ টাক পড়ে যাওয়া সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন অনেকে। শুধু সৌন্দর্য নয়, চুল মানুষের ব্যক্তিত্বেও শান দেয়। একমাথা ঘন চুলের কদর তাই কম নয়। আসলে চুলের স্বাস্থ্যের ক্ষতি হলেই টাক পড়তে শুরু করে। টাকে যাতে চুল গজায়, তার জন্য চেষ্টাও কম করেন না অনেকে। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তার পরেও কিন্তু টাকে কিছুতেই চুলে গজায় না।


টাক পড়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকে। বংশগত সমস্যা, বয়সজনিত কারণ, অতিরিক্ত চুল পড়া, হরমোনের সমস্যা— এমন বহু কিছু থাকে টাক পড়ে যাওয়ার নেপথ্যে। তবে নেপথ্যে যে কারণই থাক না কেন, এর সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে কয়েকটি তেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও