কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থ পাচার রোধের পাশাপাশি সরকারের ব্যয়ও কমাতে হবে

যুগান্তর আবু আহমেদ প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৭:৩৫

একটি জাতীয় দৈনিক থেকে জানা যায়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রয়েছে বাংলাদেশিদের টাকার পাহাড়। ২০২০ সালের এক হিসাবে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২৯১ কোটি টাকা। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান।


বাংলাদেশ থেকে বিভিন্নভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয়। আবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও ওই দেশটিতে অর্থ জমা রাখেন। তাই দেশটির ব্যাংকে বাংলাদেশিদের বৈধ-অবৈধ উভয় ধরনের অর্থই রয়েছে।


এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকগুলোতে টাকা না রেখে সুইস ব্যাংকগুলোতে টাকা রাখার কারণ কী? কারণটি হলো, সুইস ব্যাংকগুলো সাধারণত আমানতকারীদের অর্থের উৎস গোপন রাখে। আর এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা বিভিন্ন সুইস ব্যাংকে অর্থ জমা রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও