কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চাকরি ছাড়ছেন অ্যাপলের নির্বাহী কর্মকর্তারা

সম্প্রতি একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অ্যাপল। চাকরি ছেড়ে চলে যাচ্ছেন নির্বাহী পদের কর্মকর্তারা। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই সংকটে অ্যাপল প্রায় এক ডজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হারিয়েছে। এদের বেশিরভাগই ছিলেন ভাইস প্রেসিডেন্ট, যাদের পদমর্যাদা সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ঠিক নীচে। তারা অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা প্রতিদিনের ক্রিয়াকলাপ টিম কুকের কাছে রিপোর্ট করে।

এদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন,অনলাইন স্টোর, ইনফোরমেশন সিস্টেম, অ্যাপল ক্লাউড, সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিয়ারিং-এর মতো ক্ষেত্রগুলোর তত্ত্বাবধানকারী ভাইস প্রেসিডেন্টরা অন্তর্ভুক্ত ছিলেন।

বিগত বছরগুলোতে, অ্যাপল ১২ মাসের উইন্ডোতে এক বা দুজন ভিপি হারাতো।

কিন্তু ২০২২ সালের পর থেকে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে কেউ অবসর গ্রহণ করছেন, কাউকে বহিষ্কার করা হয়েছে এবং কেউ চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।

সম্প্রতি যারা চাকরি ছেড়েছেন, তাদের বেশিরভাগই ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানে ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন