এশিয়ায় মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশে
মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের রূপরেখা ঘোষণা করবে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দক্ষিণ এশিয়া তো বটেই, এশিয়ার প্রথম মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে বাংলাদেশ। সোমবার জমকালো অনুষ্ঠানে যার পথচলা শুরু হয়েছে।
কয়েক বছর ধরে বাংলাদেশের ফুটবলের ঝান্ডা ওড়াচ্ছে মেয়েরা। সেজন্য হয়তো ছেলেদের আগে দেশে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। নারীদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের নাম ‘ডব্লিউএসএল’।
পাঁচ থেকে ছয়টি দল নিয়ে আগামী মে মাসে মাঠে গড়ানোর কথা এই লিগ। আপাতত সিলেটকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সিলেটে শুরু হলেও শেষ চার ম্যাচ হবে ঢাকায়। দেশি ও বিদেশি ফুটবলাররা এতে অংশ নেবেন। নারীদের কোচিংয়ে আগ্রহী করতে এই লিগের প্রতিটি দলে সহকারী কোচ হিসেবে স্থানীয় নারীদের রাখা বাধ্যতামূলক করা হয়েছে।