ডিম আগে না মুরগি? এ প্রশ্নের সমাধান করতে হলে আমাদের সবার মাথার চুল উঠে যাওয়ার আশঙ্কাই বেশি, কিন্তু মীমাংসায় পৌঁছানো অসম্ভব। দেশে ডিম আর মুরগির উৎপাদন খরচ আর বিক্রির দামে যে বিস্তর ফারাক, তা দেখে ধ্রুপদি সে প্রশ্নটিই ঘুরেফিরে মাথার ভেতর চক্কর দিচ্ছে। কেউ কি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে ব্রয়লার মুরগির কেজিপ্রতি উৎপাদন খরচ ১৩০ টাকা, তা বাজার থেকে প্রায় দ্বিগুণ দামে কেন কিনতে হয়?
প্রায় দ্বিগুণ কেন, দ্বিগুণই বলতে হচ্ছে; কেননা শুক্রবারের (১০ মার্চ ২০২৩) প্রথম আলোর বাজারদর অনুযায়ী, ঢাকার ভোক্তাপর্যায়ে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।