গানের বসন্তে ব্যান্ড বাংলা ফাইভ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১৯:১৩

কোন উদযাপন নয়, প্রচারণা নয়, নিরবেই ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রকাশিত হয় বাংলা ফাইভ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’। অ্যালবামের নতুন গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে ছুটছে ব্যান্ড বাংলা ফাইভ।


শনিবার (১১ মার্চ) ব্যান্ডটি পারফর্ম করেছে ভারতের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন কৃষ্ণনগর বসন্ত উৎসবে। প্রতি বছর আয়োজিত হওয়া উৎসবের এবারের আসরের তৃতীয় দিন মাতালো ব্যান্ড দলটি।


উৎসবের পোস্টারে দেখা গেছে ভারতের বাউল গোলাম ফকির, অনন্যা চক্রবর্তী ও শিলাজিৎ-এর সঙ্গে বাংলা ফাইভ সদস্যদেরও।


ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, প্রায় ১৫টি ব্যান্ডের মধ্যে হেড লাইনার হিসেবে পারফর্ম করেছে বাংলা ফাইভ। দারুণ রেসপন্স ছিল। আয়োজকদের আতিথেয়তারও কমতি ছিল না। নতুন অ্যালবাম প্রকাশের পর আবারো ভারতে গাইতে এলাম। দেশেও দারুণ সব সময় কাটছে। বড় বড় অনেকগুলা কনসার্ট করা হয়েছে এরই মধ্যে। নতুন গানের রেসপন্সও দারুণ।


ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’ প্রকাশের কোন উদযাপন করেনি ব্যান্ড বাংলা ফাইভ। ছিলো না তেমন কোন প্রচারণাও। সিনা জানান, মূলত শ্রোতাদের ওপর আস্থা রাখতে চেয়েছিলেন তারা। বাংলা ফাইভ ব্যান্ডের বর্তমান ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লাখ। ব্যান্ডের চ্যানেলে গানগুলো ইতোমধ্যেই শোনা হয়েছে ১ কোটি ৩৫ লাখেরও বেশিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও