You have reached your daily news limit

Please log in to continue


‘ফেসিয়াল প্যারালাইসিস’ কেন হয়? সতর্ক থাকবেন যেভাবে

তরুণ জনপ্রিয় গায়ক তাসরিফ খান সম্প্রতি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ এ আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই তিনি টের পান তার মুখের একপাশ অবশ হয়ে গেছে।

তবে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়ায় তার সঠিক চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

এর আগে কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবারের মুখের একপাশ অবশ হয়ে বেঁকে যায়। বর্তমানে তার মুখ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা নিলে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি মেলে।

‘ফেসিয়াল প্যারালাইসিস’ কী?

ফেসিয়াল প্যারালাইসিসের কারণে গাল, ঠোঁট ও নার্ভের কিছু অংশ কাজ করে না। স্নায়ুর ক্ষতির কারণে এক্ষেত্রে মুখের এক বা উভয় পাশের পেশীগুলো স্বাভাবিক নিয়মে নড়াচড়া করতে পারে না।

‘ফেসিয়াল প্যারালাইসিস’ হওয়ার সম্ভাব্য কারণগুলোর মধ্যে আছে- প্রদাহ, ট্রমা, স্ট্রোক বা টিউমার। দ্রুত এর সঠিক চিকিৎসা নেওয়া না হলে রোগী পক্ষাঘাতগ্রস্ত হতে পারেন। এক্ষেত্রে মুখের পক্ষাঘাত অস্থায়ী বা স্থায়ী হতে পারে।

‘ফেসিয়াল প্যারালাইসিস’ এর কারণ কী?

অনেকে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস নিয়ে জন্মগ্রহণ করে। আর যারা ফেসিয়াল প্যারালাইসিস নিয়ে জন্মগ্রহণ করেননি, তাদের মধ্যে দেখা দেয়-

>> মুখের স্নায়ু, যা আপনার মস্তিষ্ক থেকে আপনার মুখের পেশীতে সংকেত প্রেরণ করে, সেটি ক্ষতিগ্রস্ত বা ফুলে যায়।
>> মস্তিষ্কের যে অংশ মুখের পেশীতে সংকেত বহন করে তা ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন