You have reached your daily news limit

Please log in to continue


কার হাতে উঠবে অস্কার

আজ রাতে (বাংলাদেশ সময় আগামীকাল ভোর) বসছে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। পুরস্কার ঘোষণার আগে এবারের অস্কারের উল্লেখযোগ্য নানা দিক নিয়ে এই আয়োজন।

এগিয়ে ‘এভরিথিং এভরিহয়ার’
ক্রিটিকস চয়েজ, ডিরেক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জেতার পর বাকি আছে কেবল অস্কার। ১১ শাখায় মনোনয়ন পেয়ে এবারের আসরে সবচেয়ে বড় ফেবারিট ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স'। সমালোচকদের অনুমান, সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক—তিন পুরস্কারের অন্তত দুটি জিতবে এই ছবি। তিনটি পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ছবিটিতে জীবন ও শূন্যবাদের ধারণা গভীরভাবে দেখানোর চেষ্টা হয়েছে। যুগল পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট বলছেন, এটি মূলত অ্যাকশন ছবি, যেখানে সহমর্মিতা খোঁজার চেষ্টা হয়েছে। গিয়ের্মো দেল তোরো, অলফনসো কুয়ারন ও আলেহান্দ্রো গনসালেস ইনারিতু—এই সময়ের আলোচিত তিন মেক্সিকান পরিচালক ছবিটির বড় ভক্ত। মুক্তির সময় কে ভেবেছিল ‘এভরিথিং এভরিহয়ার’ এতটা খ্যাতি পাবে? ছবিটি প্রথমে মাত্র ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক ক্যাটাগরিতে ছবিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দ্য বানশিজ অব ইনশেরিন।

নেই নারী পরিচালক
টানা দুই বছর সেরা পরিচালকের পুরস্কার ঘরে তোলার পর এবার এই ক্যাটাগরিতে কোনো নারীই মনোনয়ন পাননি। ‘দ্য ওম্যান কিং’-এর জন্য অনেকে মনে করেছিলেন, জিনা প্রিন্স-বাইদারহুড এই ক্যাটাগরিতে মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। বাদ পড়েছেন গত বছরের আলোচিত সিনেমা ‘আফটারসান’–এর নির্মাতা শার্লট ওয়েলসও।

কে হবেন সেরা অভিনেত্রী
‘এভরিথিং এভরিহয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী হবেন মিশেল ইয়ো—বেশির ভাগ সমালোচক এমনটাই মনে করেন। এই বিভাগে ইয়োর শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন টার সিনেমার কেট ব্লানচেট। তবে পারফরম্যান্স তো বটেই, অন্য এক বিবেচনায়ও এগিয়ে আছেন মিশেল ইয়ো। কয়েক বছর ধরেই অস্কারে বর্ণ–জাতিবৈষম্য নিয়ে নানা সমালোচনা হয়েছে। মালয়েশিয়ান অভিনেত্রী ইয়োকে পুরস্কার দিলে একাডেমির সব কূলই রক্ষা হয়। পুরস্কার পেলে ইয়োর কৃতজ্ঞ থাকা উচিত জ্যাকি চানের কাছে। কারণ, ছবিটিতে প্রধান চরিত্রে তাঁকেই প্রথম প্রস্তাব দেওয়া হয়, ইয়োর করার কথা ছিল চানের স্ত্রীর চরিত্র। কিন্তু পরে চিত্রনাট্য আবার লেখা হয়, যেখানে ইয়োর চরিত্রটিই হয়ে ওঠে প্রধান!

অভিনেতাদের সবাই নতুন
চলতি বছর অস্কারে সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া পাঁচজনই নতুন মুখ, ১৯৩৫ সালের পর অস্কারে এমন ঘটনা এই প্রথম ঘটল। অভিনেতা ক্যাটাগরিতে বয়সের ব্যবধানও চোখে পড়ার মতো—এর মধ্যে ২৬ বছর বয়সী পল মেসক্যাল যেমন আছেন, তেমনি আছেন ৭৩ বছর বয়সী বিল নিগলিও। এই ক্যাটাগরিতে ভবিষ্যদ্বাণী করা কঠিন। অনেকে বলছেন ‘আফটারসান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য পল মেসক্যাল পুরস্কার পাবেন, তেমনই সম্ভাবনা আছে ‘দ্য বানশিজ অব ইনশেরিন’ অভিনেতা কলিন ফেরেলেরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন