![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023March/pakistan-2-20230309180307.jpg)
পাকিস্তানে নারী দিবসের মিছিলে পুলিশের লাঠিচার্জ
তৃতীয় লিঙ্গের লোকজনের যোগ দেওয়াকে ঘিরে বাদানুবাদের জেরে নারী দিবসের মিছিলে লাঠিচার্জ করেছে পাকিস্তান পুলিশ। বুধবার দুপুরে রাজধানী ইসলামাবাদের প্রেসক্লাব এলাকায় ঘটেছে এ ঘটনা।
কেন্দ্রীয় মন্ত্রী শেরি রহমান এক টুইটবার্তায় নারী দিবসের মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত ও আইনের আওতায় তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি।