চীনে রেকর্ড ভাঙা তাপমাত্রা
চীনের উত্তরাঞ্চলের কিছু অংশে নজিরবিহীন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলের শাহে শহরে বৃহস্পতিবার তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে (৮৯ ফারেনহাইট) পৌঁছায়। যা আবহাওয়া পরিস্থিতির মৌসুমী রেকর্ড ভেঙে দিয়েছে বলে দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
শাহে ছাড়াও হেবেই প্রদেশের গাওয়ি, ইয়ংনিয়ান এবং হান্ডানের মতো অঞ্চলগুলোতেও চলতি বছরের শুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। একই সঙ্গে চলতি মার্চ মাসের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়েছে এসব শহর।