কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত, শুরু হবে সকালে: ফায়ার সার্ভিস

ডেইলি স্টার গুলিস্তান প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ২১:৪৫

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমণি শর্মা।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনটির ভেতরে কাজ করা নিরাপদ না হওয়ায় আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।


উদ্ধার অভিযান স্থগিত থাকলেও ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থলে অবস্থান করবে বলে জানান তিনি।


এর মধ্যে রাজউকের ছয় সদস্যের একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছে। রাত সোয়া ৯টার দিকে তারা বলেন, ভবনটির ২৫টি কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি ব্যবহার উপযোগী আছে কি না সেটি পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও