শ্যামনগরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে আমিনা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।আমিনা খাতুন উপজেলার আটুলিয়া ঈশ্বরীপুর ইউনিয়নের গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্থানীয় আব্দুল কাদের কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।
প্রতিবেশীদের দাবি, সৎ মায়ের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে কিশোরী আমিনা আত্মহত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গোলাম মোস্তফা দ্বিতীয় বিয়ে করেন। আগের সংসারে এক মেয়ে ও দুই সন্তান থাকলেও তাদের সহ্য করতে পারতেন না দ্বিতীয় স্ত্রী। বাধ্য হয়ে দুই ভাই বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করে জুনিয়র পর্যায়ের লীগ খেলে নিজেদের পাড়াশোনার খরচ যোগানো শুরু করে। কলেজে ভর্তি হওয়া নিয়ে সৎ মায়ের মারধরের শিকার হয়েছিলেন আমিনা।