উদ্ধারকাজ থমকে আছে, বিশেষজ্ঞ পরামর্শের অপেক্ষা

বাংলা ট্রিবিউন গুলিস্তান প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১২:৩৮

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয় আজ বুধবার (৮ মার্চ)। তবে উদ্ধারকাজ থমকে আছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সেনাবাহিনী এবং বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা পরামর্শ দিলে আবার কাজ শুরু হবে।


ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্স) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা এখানে আসবেন। পরবর্তী নির্দেশনা দেবেন। এখনও উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা আসলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও