![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2Fe63619fd-07d2-4127-bc5d-621ba1b593be%2Fsiddique_bazar_blast_070223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ভবনের নিচে আটকা অনেকে
পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্টে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভবনের নিচে অনেকে আটকা পড়ে আছে। ভবন কেটে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী ফায়ার সার্ভিস কাজ করছে।”
মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাত তলা ওই ভবনে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।