ছাত্রীদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি দেবে এই বিশ্ববিদ্যালয়
কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি এখন অনেকটা সাধারণ বিষয়। সরকারি-বেসরকারিসহ এখন অনেক প্রতিষ্ঠানই নারী কর্মীদের এই ছুটি দিয়ে থাকে। এ ক্ষেত্রে অসুবিধায় পড়তেন পড়াশোনা চলার মধ্যেই সংসার জীবনে পা দেওয়া নারী শিক্ষার্থীরা।
তবে এবার মেয়ে শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়। সেটিও আবার ছয় মাস পর্যন্ত। মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।