কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অক্সিজেন কারখানায় বিস্ফোরণে নিহত ৭, মামলা হয়নি তিন দিনেও

বাংলা ট্রিবিউন সীতাকুণ্ড প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ২১:৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহতের ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। সোমবার (০৬ মার্চ) রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় মামলা করেননি নিহতদের কোনও স্বজন। তবে স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।


সোমবার রাতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। তবে তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’


ওসি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে খবর দেওয়া হয়েছে। যাদের অভিযোগ আছে, তাদের এ ঘটনায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু নিহতদের কোনও স্বজন এখনও মামলা করতে থানায় আসেননি। যদি কেউ না আসে তাহলে পুলিশ বাদী হয়ে আজ রাতেই মামলা করবে।’


এর আগে শনিবার (৪ মার্চ) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কোন আইনে মামলা হবে, তা দেখা হচ্ছে। পাশাপাশি নিহতের স্বজনদের কেউ মামলা করে কিনা, সে অপেক্ষা ছিলাম আমরা। এখন পর্যন্ত নিহতের কোনও স্বজন মামলা করেননি। আজ রাতে পুলিশের পক্ষ থেকে মামলা করার কথা ভাবছি আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও