কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাপড় থেকে চুইংগাম ওঠানোর উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৪:১৫

শক্ত হয়ে আটকে থাকলেও কয়েকটি পন্থায় সহজেই কাপড় থেকে চুইংগাম তোলা যায়।


শুধু কাপড় নয় জুতা, বালিশের কাভার বা অন্য যে কোনো তন্তুতে লাগালেও চুইংগাম ওঠানো সম্ভব। বিস্তারিত জানানো হল রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।


সদ্য লাগা চুইংগাম ওঠানোর উপায়


ঘষাঘষি না করা: চুইংগাম নরম ও তাজা হলে, সরাতে স্পঞ্জ বা কাপড় দিয়ে ঘষা উচিত না। বেশি ঘষলে গাম আরও বেশি ছড়িয়ে যাবে। আর তন্তুর গভীরে প্রবেশ করবে।


জমে শক্ত হওয়া চুইংগাম: নরম অবস্থার চেয়ে শক্ত অবস্থায় চুইংগাম তোলা বেশি সহজ। যদি জামা কাপড়ের কয়েক জায়গায় চুইংগাম ছড়িয়ে পড়ে তাহলে কাপড়টা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে কয়েক ঘন্টা ফ্রিজে বরফের মধ্যে রেখে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও