কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীতাকুণ্ড-মিরসরাই শিল্প জোন : অপরিকল্পিত শিল্পায়নেই কি ঝুঁকি বাড়ছে?

বণিক বার্তা মীরসরাই প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৮:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পর্যন্ত পশ্চিমে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল, পূর্বে সীতাকুণ্ডের পাহাড়ের পাদদেশে সবুজ ভূমি। এক সময় পূর্ব অংশ ছিল সরকারি খাতের ভারী শিল্প-কারখানার অন্যতম অঞ্চল। পাটকল, সুতা কারখানা, গাড়ি সংযোজন ও মেরামত কারখানা, টেক্সটাইল মিল, কেমিক্যাল কারখানা থেকে শুরু করে শতাধিক শিল্প-কারখানায় গড়ে উঠেছিল এ জনপদ। নৌপথের সঙ্গে মহাসড়ক ও রেলপথের সরাসরি সুবিধা থাকায় বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। ঠিক এ কারণে পাকিস্তান আমল থেকেই সীতাকুণ্ড-মিরসরাই জোনে অধিকসংখ্যক শিল্প-কারখানা স্থাপন শুরু হয়।


সরকারি শিল্প-কারখানার জন্য গড়ে তোলা অঞ্চলটি এখন পুরোপুরি পাল্টে গেছে। মহাসড়কের এক পাশে জাহাজ ভাঙা শিল্প ও অপর পাশে বেসরকারি খাতের ভারী শিল্প-কারখানার নতুন শিল্প জোনে পরিণত হয়েছে। তবে সরকারি কোনো সংস্থার নিয়ন্ত্রণ বা তদারকি না থাকায় প্রতিনিয়ত এখানে ঘটছে দুর্ঘটনা। বিস্ফোরণ ঝুঁকির কেমিক্যাল উৎপাদন ও পরিবেশগত সমীক্ষা ছাড়াই কারখানা স্থাপনের কারণে এ অঞ্চলটি শিল্প দুর্ঘটনার চরম ঝুঁকিপ্রবণ জোনে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও