সীতাকুণ্ডে বিস্ফোরণ : ১ কিলোমিটার দূরে ধাতব বস্তুর আঘাতে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কয়েক কিলোমিটার দূরে গিয়ে উড়ে পড়েছে ধাতব বস্তু।
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কদমরসুল বাজারে গিয়ে পড়া এমন একটি ধাতব বস্তুর আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
৬৫ বছর বয়সী সামশুল আলম ওই বাজারের একটি লাকড়ির দোকানে বসে ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে বাবার মরদেহের পাশে আহাজারি করছিলেন তার মেয়ে বিবি মরিয়ম।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলেন। তার মাথায় লোহার টুকরো উড়ে এসে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।'
নিহত সামশুল আলমের মেয়ের জামাই সালাউদ্দিন বলেন, 'ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসে পড়া লোহার টুকরোর আঘাতে আমার শ্বশুর মারা গেছেন। তার ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে।'
স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হওয়া এই বিস্ফোরণে আশপাশের অন্তত ২ বর্গকিলোমিটার এলাকা কেঁপে উঠে।
অক্সিজেন প্ল্যান্টের পাশের বাড়ির বাসিন্দা মো. লোকমান ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে ওই অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। এতে প্ল্যান্টের আশপাশের বাড়ি-ঘরের দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ছে। ভয়ে স্থানীয়রা বাড়ি-ঘর ছেড়ে দূরে সরে গেছেন।'