১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পাওয়ার দাবি আদানি গোষ্ঠীর
আলোচিত ভারতীয় কোম্পানি আদানি শিল্পগোষ্ঠী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সংস্থা জিকিউজি পার্টনারস থেকে ১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা কি না ১৯ হাজার ৩২০ কোটি টাকার কাছাকাছি।
এ বিষয়ে বিবিসি ও রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের আদানি শিল্পগোষ্ঠীর বলেছে, জিকিউজি পার্টনারসের এই বিনিয়োগ আদানি এন্টারপ্রাইজসহ চারটি কোম্পানিতে ভাগ হবে।
গত ২৪ জানুয়ারি হিনডেনবার্গ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক ছোট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। হিনডেনবার্গের প্রতিবেদনে বলা হয়, এক দশক ধরে জালিয়াতির মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে আদানি গোষ্ঠী। তার ওপর ভর করে গৌতম আদানির সম্পদও ফুলেফেঁপে ওঠে। বিশেষ করে গত দুই বছরে আদানির সম্পদমূল্য বিপুল হারে বেড়েছে।