রোদে পোড়া ত্বকের যত্নে ৭ প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০
মুখ, হাত ও পায়ের যেসব অংশ সরাসরি রোদের সংস্পর্শে আসে; সেসব অংশের ত্বক কালচে হয়ে যায়। এই ট্যান বা রোদে পোড়া দাগ দূর করতে চাইলে ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত।
- নিয়মিত স্ক্রাবিং করা খুব জরুরি। কফির সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিন। এবার তা দিয়ে সপ্তাহে দুই দিন ত্বক ঘষুন। এতে ত্বকের উপরে জমে থাকা ময়লা দূর হবে। পাশাপাশি দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।
- ১টি টমেটো ও কয়েক টুকরো শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান ৩ চা চামচ ময়দা, ২ চা চামচ দুধ ও ১ চা চামচ লেবুর রস। ফেসপ্যাকটি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
- চালের আটায় সামান্য হলুদ, বেসন ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্যাকটি ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
- রোদে পুড়ে যাওয়া ত্বকে টক দই লাগিয়ে রাখুন ১০ মিনিট।
- কমলার খোসার গুঁড়ার সঙ্গে চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টে কিছুটা টমেটোর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- আলু ছেঁচে লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- অ্যালভেরার জেল সরাসরি লাগান ত্বকে। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পোড়া দাগ কমে মিলিয়ে যাবে ধীরে ধীরে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- রোদে পোড়া ত্বক