মঙ্গলবার সন্ধ্যায় দেশের ৬৪ জেলায় ‘গোর’

চ্যানেল আই প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫২

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে গাজী রাকায়েত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গোর’।


এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব শিল্পকলা একাডেমিতে দর্শকরা সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেখতে পারবেন।


‘গোর’ বাংলা ও ইংরেজি ভাষায় নির্মাণ করেছেন গাজী রাকায়েত। ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’। এটি ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এমনকি ছিলো অস্কারের প্রাথমিক তালিকায়।


একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।


গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও